Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
২০২৩-২৪ অর্থবছরে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প "এর আওতায় আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান -২০২৩ বিষয়ক ইউনিয়ন পর্যায়ের সচেতনতা সভা
Details

২০২৩-২৪ অর্থবছরে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প "এর আওতায় আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান -২০২৩ বিষয়ক ইউনিয়ন পর্যায়ের সচেতনতা সভা অদ্য ৩রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ ১ নং গাজীপুর ইউনিয়ন মনিপুর কুতুবপুর মুজিবকিল্লা মিলনায়তন হাইমচর, চাঁদপুরে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সোহরাব হোসেন সবুজ, চেয়ারম্যান ১ নং গাজীপুর ইউনিয়ন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার, পিপিএম, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁদপুর সদর, চাঁদপুর। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে জনাব মোঃ মাহবুব রশীদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, (অতিরিক্ত দায়িত্ব) হাইমচর, চাঁদপুর,জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ইনচার্জ,নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি, হাইমচর,চাঁদপুর জনাব মোঃ নাসির উদ্দিন, কন্টিনজেন্ট কমান্ডার, নয়ানী আউটপোস্ট, হাইমচর,চাঁদপুর। জনাব মোঃ ইজাজ মাহমুদ, ক্ষেত্র সহকারী, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প হাইমচর, চাঁদপুর , ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনাব মোঃ বাবুল পেদা, সভাপতি, উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগ, জেলে প্রতিনিধিগণ এবং শতাধিক মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন। সচেতনতা সভায় আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান - ২০২৩ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারগণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সভায় মা ইলিশ রক্ষা অভিযান বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Attachments
Publish Date
07/10/2023
Archieve Date
30/06/2024